Sunday, June 16

সিটিতে ৪-০ তে ধরাশায়ী মহাজোট


ঢাকা : দেশের চারটি সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সমর্থিত মেয়র প্রার্থীদের ভরাডুবি ঘটেছে। দেশের সার্বিক পরিস্থিতিতে এ চারটি নগরের নির্বাচনের ফল খুবই তাত্পর্যপূর্ণ। নির্বাচনের ফল কেবল জনমতের বহিঃপ্রকাশ নয়, রাজনীতির ‘সরল গাণিতিক সমস্যার’ রাজনৈতিক উত্তরও বটে।
সিলেট নগরের নির্বাচনের ফল ঘোষণা করেছেন সেখানকার রিটার্নিং কর্মকর্তা। সেখানে বিএনপি নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের সমর্থিত প্রার্থী আরিফুল হককে জয়ী ঘোষণা করা হয়েছে। পরাজিত প্রার্থী ও বর্তমান মেয়র বদরউদ্দিন আহমদ কামরান আরিফুল হককে অভিনন্দন জানিয়েছেন।
বরিশাল নগরের নির্বাচনে বিএনপি-সমর্থিত আহসান হাবিব আওয়ামী লীগ-সমর্থিত শওকত হোসেন হিরনকে পরাজিত করেছেন।
খুলনার নির্বাচনেও একই রকম পরিস্থিতি। সেখানে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল-সমর্থিত প্রার্থী মো. মনিরুজ্জামান ১৪ দল-সমর্থিত প্রার্থী তালুকদার আবদুল খালেককে পরাজিত করেছন।
রাজশাহী নগরের নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী মো. মোসাদ্দেক হোসেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট-সমর্থিত এ এইচ এম খায়রুজ্জামানকে পরাজিত করেছেন।

সিলেট: সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সিলেটের মেয়র নির্বাচিত হয়েছেন ১৮ দলীয় জোট সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরী। বেসরকারি ফলাফল অনুযায়ী সদস্য বিদায়ী মেয়র ও ১৪ দল সমর্থিত প্রার্থী বদরউদ্দীন আহমেদ কামরানকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করেন তিনি।
 
সিলেট নগরীর ১২৮টি কেন্দ্রের আরিফুল হকের টেলিভিশন প্রতীক পায় এক লাখ ৭ হাজার ১১৮ ভোট। তার নিকটতম প্রার্থী বদরউদ্দীন আহমেদ কামরান পান  ৬৯হাজার ৮৪৭  ভোট। সিলেটের প্রিজাইডিং অফিসার এ ফলাফল জানান।

খুলনা: খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি বিপুল ব্যবধানে মেয়র বিজয়ী হয়েছেন। ২৮৮টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে  মনিরুজ্জামান মনি পেয়েছেন ১৮১২৬৫ ভোট। তার নিকটতম আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী তালুকদার আব্দুল খালেক পেয়েছেন ১২০০৫৮ ভোট। জয়ের খবর পাওয়ার পর খুলনা নগরীতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। তারা বিভিন্ন এলাকা থেকে বিজয় মিছিল নিয়ে নগর বিএনপির কার্যালয়ের সামনে এসে জড়ো হতে শুরু করে।
 
বরিশাল: বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন বিএনপি প্রার্থী আহসান হাবিব কামাল। ১০০ কেন্দ্রের বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আহসান হাবিব কামাল পেয়েছেন ৮৩৭৫১  ভোট। তার নিকটতম প্রতিনিধি শওকত হোসেন হিরন পেয়েছেন  ৬৭৭৪১ ভোট।

রাজশাহী: অনেক নাটকীয়তার পর রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে প্রাথমিকভাবে বেসরকারি ফলাফলে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল বিজয়ী হয়েছেন। মোট ১৩৭ কেন্দ্রের বেসরকারি ফলাফলে  মোসাদ্দেক হোসেন বুলবুল পেয়েছেন ১৩১০৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন পেয়েছেন ৮৩৭২৬ ভোট।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়