নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবী আলহাজ্ব এম.এ.মুমিন চৌধুরী বলেছেন আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের তরুন প্রজন্মের শিক্ষার্থীদের জ্ঞান ও বিজ্ঞান ভিত্তিক শিক্ষা অর্জনের মাধ্যমে জাতির আশা আখাঙ্কা পূরণে এগিয়ে যেতে হবে। তিনি কানাইঘাটের সামগ্রিক শিক্ষার উন্নয়ন প্রচার প্রসারে ছাত্র সমাজ, সমাজ হৈতশী ও শিক্ষামূলক সংগঠন গড়ে তুলে শিক্ষার্থীদের মেধা বিকাশে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। মুমিন চৌধুরী গত শনিবার সকাল ১১টায় কানাইঘাট আল রিয়াদ কমিউনিটি সেন্টারে ফ্রেন্ডস সোসাইটি কানাইঘাট ডিগ্রি কলেজের উদ্যোগে ডিজিটাল কুইজ প্রতিযোগিতার ফলাফল এবং এবারের এস.এস.সি পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। ফ্রেন্ডস সোসাইটির সভাপতি রোমান আহমদ নোমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফতাব উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট পৌরসভার মেয়র লুৎফুর রহমান, কানাইঘাট প্রেসকাবের সভাপতি এম.এ হান্নান, আ’লীগ নেতা আব্দুর রশিদ, মোহনা টেলিভিশনের সিলেটের ব্যুরো প্রধান মুজিবুর রহমান ডালিম, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন, ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ, আখতার হোসেন, জাহাঙ্গীর আলম, আখতারুজ্জামান, হিমেল, খালিদ, জামিল আহমদ, আবুল বাশার প্রমুখ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্র্যাস্ট ও পুরষ্কার সামগ্রী তুলে দেন।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
শিক্ষাঙ্গন
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়