Sunday, June 16

সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মিসর

ঢাকা : সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে মিশর। সিরিয়ায় রাজধানী দামেস্কতে মিশরের দূতাবাস বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি। এদিকে সিরিয়ার রাসায়নিক অস্ত্রের বিষয়ে উপযুক্ত প্রমাণ পাওয়া যায়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

দীর্ঘ ২৭ মাস ধরে চলা সিরিয়ায় গৃহযুদ্ধে যুক্তরাষ্ট্র এতো দিন সরাসরি জড়ানো থেকে বিরত ছিল।শেষ পর্যন্ত বিদ্রোহীদের সরাসরি সামরিক সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি। আসাদ সরকার রাসায়নিক অস্ত্র ব্যবহারের মাধ্যমে রেডলাইন অতিক্রম করাতে তারা হস্তক্ষেপ নিয়েছে।

সিরিয়ার গৃহযুদ্ধে কোনো বিদেশী হস্তক্ষেপের বিরোধী রাশিয়া। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে নিরাপত্তা পরিষদে পশ্চিমা দেশগুলোর নেয়া তিনটি উদ্যোগে বাধা দিয়ে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে রক্ষা করেছে দেশটি।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই লাভরভ বলেন, এখনো আমরা উপযুক্ত প্রমাণ পায়নি। উপযুক্ত প্রমাণ না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারি না সিরিয়া রেডলাইন অতিক্রম করেছে।

সিরিয়া থেকে হিজবুল্লাহকে সরে যাওয়ার কথা বললো পশ্চিমাদের প্রিয়পাত্র মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি।এমনকি হিজবুল্লাহর দোহাই দিয়ে সিরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে মিশর।

মিশরের প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি বলেন, দামেস্কোতে কায়রোর দূতাবাস বন্ধে ঘোষণা দিচ্ছি। এবং সিরিয়া থেকে আমাদের চার্জ দ্যা আ্যফেয়ার্সকে সরিয়ে নিচ্ছি।

দুই বছরের বেশি সময় চলা সিরিয়ার এই যুদ্ধে জাতিসংঘের হিসেবেই মারা গেছে প্রায় ৯৩ হাজার।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়