Saturday, June 29

খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় কারখানায় ছুটি ঘোষণা


সাভার (ঢাকা): আশুলিয়ার জামগড়া এলাকার দি রোজ ড্রেসআপ পোশাক কারখানায় শুক্রবার রাতের টিফিন খেয়ে খাদ্য বিষক্রিয়ার শতাধিক শ্রমিক অসুস্থ হওয়ার কারখানাটিতে শনিবার একদিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, শুক্রবার রাত রাত ৯টার দিকে ওই পোশাক কারখানার শতাধিক শ্রমিক রাতের টিফিন খাবার পরপরই অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকদের স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
এব্যপারে শিল্প পুলিশ-১ এর পরির্দশক আব্দুস সাত্তার বলেন, খাদ্য বিষক্রিয়ায় শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানাটিতে ১ দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়