Thursday, June 20

১০ বছরের বিস্ময়-বালক!

ঢাকা : লুই রবার্তো রামিরেজের বয়স মাত্র ১০ বছর। কিন্তু তার বুদ্ধিমত্তা খ্যাতিমান বিজ্ঞানী আইনস্টাইনের সমান। এত বুদ্ধি নিয়ে ছোটখাটো কোনো স্কুলে পড়া কি তার সাজে? সংগত কারণেই আগামী শিক্ষাবর্ষে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিষয় পড়তে যাচ্ছে এই বিস্ময়-বালক।
বার্তা সংস্থা আইএএনএসের খবরে জানানো হয়, লুইয়ের বাড়ি মেক্সিকোর জামোরায়। সে মাত্র পাঁচ বছর বয়সে নিজের চেষ্টায় ইংরেজি শিখে ফেলে। এখন শিখছে ফরাসি ও চীনা ভাষা।
দুই বছর আগে তার বুদ্ধিমত্তার বিস্ময়কর পর্যায়টি বাবা-মায়ের নজরে পড়ে। অভিভাবকেরা লক্ষ করেন, লুই তার সমবয়সী অন্য শিশুদের মতো নয়। অন্য শিশুদের সঙ্গে রুচি, আগ্রহ, চিন্তা-ভাবনা ও জ্ঞানে তার সঙ্গে তফাত রয়েছে। পরীক্ষায় দেখা যায়, তার বুদ্ধিমত্তার পর্যায় (আইকিউ লেভেল) ১৫২-১৬০-এর কোঠায়। এটা পদার্থবিজ্ঞানের মহা বিস্ময় আইনস্টাইনের বুদ্ধিমত্তার পর্যায়ের।
ভবিষ্যত্ লক্ষ্য সম্পর্কে লুই বলেছে, ‘আমার স্বপ্ন একটি কোম্পানি প্রতিষ্ঠা করে নিজের উদ্ভাবিত জিনিস বিক্রি করা।’
বাবা রবার্তো রামিরেজ জানান, ছেলের অসাধারণ বুদ্ধিমত্তা দেখে তাঁরা বেশ গর্বিত। এটা তাঁদের জন্য একটা বড় দায়িত্বও বটে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়