Sunday, June 16

কুমিল্লায় বিপুল পরিমান ভারতীয় মালামাল আটক

কুমিল্লা: রোববার কুমিল্লার চৌদ্দগ্রামসহ বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ট্রাক ও কভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ ভারতীয় মালামাল আটক করেছে বিজিবি। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা কোডবাড়িস্থ ১০ বিজিবি ব্যাটেলিয়ানের উপ-অধিনায়ক মেজর জাহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি দল চৌদ্দগ্রামের মিয়াবাজারে অভিযান চালিয়ে এশটি কভার্ডভ্যান আটক করে।
পরে সেটি তল্লাশী চালিয়ে ৪০ গাইট ভারতীয় শাড়ি ও ২শ’ বস্তা খেজুর উদ্ধার করে। এছাড়াও বিভিন্ন সীমান্ত থেকে ৪৩ বোতল মদ, ৪শ’ ৫৫ কেজি জিরা, ৩৩টি শাড়ি, ৬৬টি প্রসাধনী সামগ্রী, ৫’শ ৪২টি নেশা জাতীয় ট্যাবলেট, ১ হাজার চকলেট, ৬শ’ কেজি আলু, ৩টি ট্রাক, ১টি সিএনজি বেবি টেক্সি, ৩টি ইজিবাইক, ৩টি মোটরসাইকেল ও ৩টি বাইসাইকেল আটক করে। মাদক উদ্ধারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে অধিনায়ক লেঃ কর্ণেল মামুন আল মাহমুদ জানিয়েছে।
এদিকে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী এলাকা থেকে প্রায় দুই কোটি টাকা মূল্যের এক ট্রাক ভর্তি ভারতীয় কাপড় উদ্ধার করেছে কুমিল্লা বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ এর সদস্যরা। রোববার ভোরে উপজেলার সুয়াগাজী এলাকা থেকে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে এসব ভারতীয় কাপড় আটক করে। তবে এ সময় কাউকে আটক করা যায়নি। কুমিল্লা ১০ বিজিবির উপ-অধিনায়ক মেজর জাহিদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাক ভর্তি ভারতীয় উন্নত মানের শাড়ি, থ্রিপিস আটক করেছে বিজিবি। যার মূল্য আনুমানিক দুই কোটি টাকা। তিনি জানান, বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়