ঢাকা : যুক্তরাষ্ট্রের গোয়েন্দাদের অনলাইন নজরদারির তথ্য ফাঁস করে দেয়া এডওয়ার্ড স্নোডেন এ্যারোফ্লোটের একটি ফ্লাইটে হংকং থেকে মস্কো আসছেন। তাকে বহনকারি ফ্লাইটটি আজ বিকেলে মস্কোর শেরেমেতিয়েভা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। রোববার চীনা পত্রিকা 'সাউথ চায়না মর্নি পোস্ট' এ খবর জানিয়েছে।
পত্রিকাটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক বিশেষজ্ঞ স্নোডেনকে নিয়ে বিশেষ একটি সাক্ষাতকার প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, হংকংয়ের স্থানীয় সময়ে ভোর ১০টা ৫৫ মিনিটে এ্যারোফ্লোটের যে ফ্লাইটে স্নোডেন উঠেছেন তা মস্কোতে বিকেল ৫টা ৫ মিনিটে অবতরনের কথা রয়েছে। মস্কোই স্নোডেনের সর্বশেষ গন্তব্য নয় বলে জানা গেছে। এখান থেকে তাঁর আইসল্যান্ড অথবা ইকুয়েডর যাবেন।
তবে বেইজিংয়ে অবস্থিত রুশ দূতাবাস এ সংবাদের সত্যতা স্বীকার বা অস্বীকার করে কোন মন্তব্য করেনি। হংকংয়ে অবস্থিতি রুশ কনসুলেট অফিসও এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি।(ডিনিউজ)
পত্রিকাটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক বিশেষজ্ঞ স্নোডেনকে নিয়ে বিশেষ একটি সাক্ষাতকার প্রকাশ করেছে। পত্রিকাটি জানায়, হংকংয়ের স্থানীয় সময়ে ভোর ১০টা ৫৫ মিনিটে এ্যারোফ্লোটের যে ফ্লাইটে স্নোডেন উঠেছেন তা মস্কোতে বিকেল ৫টা ৫ মিনিটে অবতরনের কথা রয়েছে। মস্কোই স্নোডেনের সর্বশেষ গন্তব্য নয় বলে জানা গেছে। এখান থেকে তাঁর আইসল্যান্ড অথবা ইকুয়েডর যাবেন।
তবে বেইজিংয়ে অবস্থিত রুশ দূতাবাস এ সংবাদের সত্যতা স্বীকার বা অস্বীকার করে কোন মন্তব্য করেনি। হংকংয়ে অবস্থিতি রুশ কনসুলেট অফিসও এ ব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হয়নি।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়