নিজস্ব প্রতিবেদক ঃ কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী থেকে সব ধরনের পাথর উত্তোলন বন্ধ করে দিয়েছে সীমান্তবর্তী বডারগার্ড জওয়ানরা। গত বুধবার থেকে কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় দেশের বিভিন্ন স্থান থেকে দৈনন্দিন কাজে আসা হাজার হাজার বারকি শ্রমিকরা বেকার হয়ে পড়েছেন। কোয়ারীর পাথর ব্যবসায়ী ও শ্রমিকরা জানিয়েছেন, কোন ধরনের কারন ছাড়াই গত বুধবার থেকে লোভাছড়া বিওপি ক্যাম্পের বডারগার্ড জওয়ানরা পাথর উত্তোলন বন্ধ করে দেয়। ৪দিন ধরে কোয়ারী থেকে পাথর উত্তোলন বন্ধ থাকায় পাথর শ্রমিক ও ব্যবসায়ীদের মধ্যে উৎকন্ঠা দেখা দিয়েছে। তারা অর্ধলাধিক পাথর ও বারকি শ্রমিকদের রুটি রোজগারের পথ সুগম করার জন্যে অবিলম্বে পাথর কোয়ারী খুলে দেওয়ার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপরে নিকট জোরদাবী জানিয়েছেন। এ ব্যাপারে লোভাছড়া বিওপি ক্যাম্পের সাথে যোগাযোগ করা হলে ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত এক জওয়ান জানান, সীমান্তের নো-ম্যান্স ল্যান্ড অতিক্রম করে ভারতের সীমান্তের পাশ থেকে কিছু বারকি শ্রমিক নিষেধ অমান্য করে পাথর উত্তোলন করায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কোয়ারী বন্ধ করে দেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়