গোয়াইনঘাটে কলেজ ছাত্রীকে অপহরণ মামলার আসামীরা দীর্ঘ আড়াই মাসেও গ্রেফতার হয়নি। এ অবস্থায় নিরাপত্তাহীনতায় রয়েছে ভিকটিম ও তার পরিবার। তবে, মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এস আই জিয়া উদ্দিন জানিয়েছেন, তারা আসামীদের গ্রেফতারের চেষ্টা চালাচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, গত ২৫ মার্চ গোয়াইনঘাট ডিগ্রী কলেজের জনৈক এইচএসসি পরীক্ষার্থীণি অপহৃত হয়। ঘটনার ৪দিন পর ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ভিকটিমের পিতা গোয়াইনঘাটের দেওয়ারগ্রামের নূর উদ্দিন বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলায় একই গ্রামের সাহাব উদ্দিন (২৫), হেলাল উদ্দিন(২২), নাজিম উদ্দিন(২০) এবং আব্দুল লতিফকে (৬০) আসামী করে গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। কিন্তু, দীর্ঘ আড়াই মাসেও আসামীরা গ্রেফতার হয়নি। তারা এলাকায় ঘুরে বেড়াচ্ছে বলে মামলার বাদী পক্ষ অভিযোগ করেছে। এ অবস্থায় ভিকটিম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছে। যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই জিয়া উদ্দিন সিলেটের ডাককে জানান, আসামীরা পলাতক থাকায় তাদেরকে গ্রেফতার করা যাচ্ছে না। তবে, তাদের গ্রেফতারে তারা তৎপর রয়েছেন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়