Tuesday, June 25

কুমিল্লায় শ্রেষ্ঠ পুলিশ হিসেবে ৬ জনকে পুরস্কৃত

কুমিল্লা: কুমিল্লা বিভিন্ন থানায় কর্মরত সৎ, নির্ভীক ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের জন্য কুমিল্লা জেলা পুলিশ সুপারের উদ্যোগে ৬ জনকে শ্রেষ্ঠ পুলিশ হিসেবে পুরস্কৃত করা হয়। সোমবার পুলিশ সুপার কার্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সদস্যদের মাঝে চলতি বছরের মে মাসের কাজের স্বীকৃতি স্বরূপ এ সংবর্ধনা দেয়া হয়।
পুলিশ অফিস সূত্রে জানা যায়, ২০১৩ সালের মে মাসে আইন-শৃংখলা নিয়ন্ত্রণ, সততা, নিষ্ঠা ও সাহসিকতা ও অপরাধ দমনসহ বিভিন্ন কর্মকান্ডে বলিষ্ঠ ভূমিকা পালনে শ্রেষ্ঠ পুলিশ হিসেবে কুমিল্লা ১৬টি থানার পুলিশ সদস্যদের মধ্যে শ্রেষ্ঠ হিসেবে কোতয়ালী মডেল থানার ২ ওসি, দাউদকান্দির ১ এসআই, ডিবি পুলিশের ১ এএসআই ও ২ কনষ্টেবলসহ ৬ জনকে স্বীকৃতি ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানের কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী প্রধান হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মো: আলী আশ্রাফ, অফিসার ইনচার্জ (ওসি’র) মধ্যে কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহি উদ্দিন মাহমুদ, অফিসার ইনচার্জ (তদন্ত) মো: আইয়ুব, দাউদকান্দি মডেল থানার এসআই জামসেদ, কুমিল্লা ডিবি পুলিশের এএসআই মো: জাহাঙ্গীর আলম, ডিবি’র কনস্টেবল হাবিবুর রহমানকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করেন।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার টুটুল চক্রবর্তী বলেন, প্রতি মাসে ভাল কাজের স্বীকৃতি স্বরূপ পুলিশ কর্মকর্তাদের মধ্যে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হবে। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়