Saturday, June 22

বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় গার্মেন্ট কর্মী খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বিয়ের প্রস্তাবে রাজী না হওয়ায় ইয়াসমিন (২৫) নামের এক গার্মেন্ট কর্মীকে কাঁচির আঘাতে খুন করেছে তার খালাতো ভাই। শনিবার দুপুরে ফতুল্লার গাবতলী টাগারপাড় এলাকায় এ ঘটনা। নিহত ইয়াসমিন টাগারপাড়ের রূপায়ন সোয়েটারে লিংকিং অপারেটর হিসেবে কাজ করতো। ইয়াসমিন ময়মনসিংহ জেলার নান্দাইল বাসাবোর আবদুল খালেকের মেয়ে। সে গাবতলীর নাজিমউদ্দিন মিয়ার বাড়িতে ভাড়া থাকতো।
ইয়াসমিনের বোন সুফিয়া সাংবাদিকদের জানান, গত কয়েকদিন ধরেই ইয়াসমিনকে বিয়ের প্রস্তাব দেয়া হচ্ছিল। প্রস্তাবে ইয়াসমিন রাজী না হওয়ায় তার উপর ক্ষুদ্ধ হয় খালাতো ভাই বিল্লাল।
শনিবার দুপুরে ইয়াসমিন কারখানা থেকে বের হওয়ার পর গেটের সামনে গতিরোধ করে বিল্লাল। এ সময় বাকবিতন্ডা কালে বিল্লাল ধারালো কাঁচি দিয়ে ইয়াসমিনের পিঠে আঘাত করে। আশেপাশের লোকজন ইয়াসমিনকে খানপুরে নারায়ণগঞ্জ ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় সোয়েটার কারখানার শ্রমিকরা কারখানার ভেতরে ও বাইরে বিক্ষোভ করে।    

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়