Monday, June 17

দাকোপে কৃষকদের মাঝে অনুদান বিতরণ

দাকোপ (খুলনা): দাকোপে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাকের উদ্যোগে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর আওতায় আমন মৌসুমে ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের প্রশিক্ষন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।  
সোমবার সকাল ১০টায় ব্র্যাকের নিজস্ব কার্যালয়ে ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর উপজেলা ব্যবস্থাপক শেখ আজগার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, পানখালী ইউপি সদস্যা নিবেদিতা রায় ও লতিকা গোলদার। অন্যান্যের মধে উপস্থিত ছিলেন ব্র্যাক শাখা ব্যবস্থাপক জগন্নাথ মন্ডল, মোঃ রেজাউল করিম, শ্যামল কুমার দাস, রাশেদুজ্জামান, মশিউর রহমান, হিসাব রক্ষক সুবির কুমার বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রশিক্ষন শেষে প্রধান অতিথি আইলায় ক্ষতিগ্রস্থ উপজেলার পানখালী ইউনিয়নের তেসরিয় ব্লকের ২০.০৫ একর জমি এই প্রকল্পের আওতায় ২৪জন কৃষকের মাঝে নগদ ১৬ হাজার টাকা অনুদান প্রদান করেন।  এ সময় অতিথি বলেন ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচীর লক্ষ্যে কৃষিতে পরিবেশ বান্ধব টেকসই প্রযুক্তির সম্প্রসারণ ঘটিয়ে খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে দেশের দারিদ্রতা ক্ষুধা ও পুষ্টিহীনতা দূরীকরণ করবেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়