Monday, June 17

কানাইঘাটে আন্তঃসিএলসির মতবিনিময় সভা


নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট উপজেলা আন্তঃসিএলসি সম্পর্ক উন্নয়ন এক মতবিনিময় সভা আজ সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ড সরকারের অর্থায়নে ও এনজিও সংস্থা এফআইভিডিবি’র বাস্তবায়নে এ নেটওয়ার্কিং কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেন। উপজেলা নেটওয়ার্কিং কমিটির সভাপতি মোঃ কুতুব উদ্দিনের সভাপতিত্বে বাউরভাগ ও করডি সিএলসি সভাপতি আবুল কালাম ও আশিক উদ্দিনের যৌথ পরিচালনায় বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সিএলসি কানাইঘাটের ২৭টি কেন্দ্রের সভাপতি, সাধারণ সম্পাদক, এফআইভিডিবি’র সিলেট জোনের কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাতী রাণী দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস, মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, মহিলা বিষয়ক কমকর্তা তসলিমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা নূরুজ্জামান, কানাইঘাট প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক নিজাম উদ্দিন। সিএলসির সার্বিক কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন কানাইঘাট এরিয়া টিম লিডার জালাল উদ্দিন, এলইপির টিমলিডার ইমরান আহমদ, কানাইঘাট সিএলসির করডি, বাউরভাগ ও রায়পুর কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মীবৃন্দ। মতবিনিময় সভায় এলাকার শিা বিস্তার, বেকারত্ব দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, হাঁস পালন, সবজি চাষ, স্যানিটেশন ব্যবস্থাসহ ২৮টি বিষয়ের উপর এফআইভিডিবি’র জন শিখন কেন্দ্রগুলির ল্য, উদ্দেশ্য ও সাফল্যের প্রশংসা করেন সবাই। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়