Sunday, June 16

নেত্রকোনায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু

নেত্রকোনা: ‘দেশী ফলে বেশী পুষ্টি, অর্থ খাদ্যে পাই তুষ্টি’Ñ স্লোগানকে সামনে রেখে রবিবার বিকাল থেকে নেত্রকোনা জেলা সদরের পুরাতন কালেক্টরেট চত্বরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা এবং বৃক্ষরোপন অভিযান-২০১৩। বনবিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় জেলা প্রশাসনের আয়োজন করে। 
এ উপলক্ষে বিকাল চারটায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় থেকে পুরাতন কালেক্টরেট চত্বর পর্যন্ত বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে পুরাতন কালেক্টরেট প্রাঙ্গনে অনুষ্ঠিত হয় উদ্বাধনী অনুষ্ঠান। প্রধান অতিথি হিসাবে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আশরাফ আলী খান খসরু। জেলা প্রশাসক আনিস মাহমুদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেনঃ পুলিশ সুপার জাকির হোসেন খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবুল বায়েছ মিয়া, সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী নুরুল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ মইনুদ্দিন খান, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নূরুল আমিন, জেলা কৃষকলীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু ও প্রেসক্লাব সম্পাদক এম মুখলেছুর রহমান খান। 
এ মেলা আগামী ২২ জুন শেষ হবে। মেলা উপলক্ষে প্রায় ৪০টি ফলদ, ঔষধি ও বনজ বৃক্ষের স্টল বসানো হয়েছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়