Sunday, June 30

সংসদে অসংসদীয় ভাষা ব্যবহার করেনি : অপু উকিল

ঢাকা : বর্তমান সরকারের সাড়ে চার বছরে জাতীয় সংসদে একটিও অসংসদীয় ভাষা ব্যবহার করেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অপু উকিল। তিনি বলেছেন, আমাদের দল কখনও খারাপ ভাষা চর্চা করে না। এটি পছন্দও করে না। আমাদের নেত্রী সব সময় ভদ্র ভাষায় কথা বলার তাগিদ দেন। কিন্তু বিরোধী দলের সংসদ সদস্যরা কুরুচীপূর্ণ ও অসংসদীয় ভাষা ব্যবহার করে জাতীয় সংসদের ভাবমূর্তি ক্ষুন্ন করছেন।

সম্প্রতি  জাতীয় সংসদে সরকারি দল ও বিরোধী দলের সংরক্ষিত মহিলা সংসদ সদস্যরা অশালীন ভাষায় কথা বলছেন। এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা ঝড় বইছে। সংসদ নেতা শেখ হাসিনা, বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া সংসদে এমন ভাষার নিন্দা করেছেন। তারপরও কেন দুদলের কয়েকজন সদস্য এমন আচরণ করছেন, এই প্রশ্নই এখন সবার মনে ঘুরপাক খাচ্ছে।

বিষয়টি নিয়ে রোববার একটি অনলাইন নিউজ পোর্টাল এর মুখোমুখি হয়েছে সরকার দলীয় সংসদ সদস্য অপু উকিলের।

জাতীয় সংসদ পুরো জাতির আশা-আকাঙক্ষার জায়গা। সার্বভৌম সংসদে কুরুচীপূর্ণ বক্তব্য কেনো হয়? এমন প্রশ্নে অপু উকিল বলেন,  জাতীয় সংসদ একটি দেশের গুরুত্বপূর্ণ স্থান। এখানে বসেই গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত হয়। আইন তৈরি হয়। এটি নি:সন্দেহে  পবিত্র জায়গা। এখানে কোনও ধরনের অশালীন ও অসংসদীয় ভাষা ব্যবহার করা উচিত নয়। যারা এমনটা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।

আপনিও এমন অভিযোগের উর্ধ্বে নন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকারের সাড়ে চার বছরে জাতীয় সংসদে একটিও অশালীন মন্তব্য করিনি। শুধু মাত্র সেদিন জাতীয় সংসদ একটি বইয়ের উদ্ধৃতি দিয়ে বেগম জিয়ার জন্ম পরিচয় তুলে ধরেছি। সেখানেও আমার কোনও অশালীন মন্তব্য নেই। সেটি আমার কোনও নিজস্ব বক্তব্য নয়। তারপরেও সেটা করতাম না। শুধু করেছি বিরোধী দল আমাদের নেত্রী শেখ হাসিনা ও তার ছেলেকে নিয়ে মিথ্যা ও কুরুচীপূর্ণ বক্তব্য দিয়েছে। তার প্রতিবাদে আমি এমন মন্তব্য করেছি।

এক প্রশ্নের জবাবে অপু উকিল বলেন, আমি একটি আদর্শে বিশ্বাস করি। যখন কারও বক্তব্য আমার আদর্শের ওপর কুঠারাঘাত করে তখন সহ্য করা যায় না। তখন বাধ্য হয়েই প্রতিবাদ করতে হয়। বিরোধী দলের নারী সদস্যরা এমন কিছু কথা বলেন যা শুনলেও ঘৃণা লাগে। তাই তাদের কথার প্রতিবাদেই আমরা কিছু কথা বলেছি। সেখানে কোনও অসংসদীয় ভাষা নেই। প্রয়োজনে আমাদের, সরকার দলীয় প্রত্যেক সদস্যের বক্তব্য পরীক্ষা করা যেতে পারে। একটিও অসংসদীয় ও অশালীন বক্তব্য পাওয়া যাবে না।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়