:: মণিরামপুর প্রতিনিধি ::
যশোরের মণিরামপুর পল্লীতে বাল্য বিবাহের অভিযোগে বর ও কনেকে আটক করা হয়েছে।
যশোরের মণিরামপুর পল্লীতে বাল্য বিবাহের অভিযোগে বর ও কনেকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে তাদেরকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার হাকিমপুর গ্রামের রমজান আলীর মেয়ে সুমাইয়া খাতুন’র (১৩) সাথে সদর উপজেলার হামিদপুর গ্রামের ফসিয়ার রহমানের ছেলে শিমুল হোসেন’র (২৮) বৃহস্পতিবার রাতে বিয়ে হয়। রেজিস্টার কাজী ছাড়া উক্ত বিয়ে পড়ান স্থানীয় হাফিজুর রহমান নামের এক ব্যক্তি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ নজরুল ইসলাম জানান, উক্ত বাল্য বিবাহের খবর জানার পর মেয়ের পরিবারকে এ বিয়ে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ নির্দেশ অমান্য করে তারা রাতে বিয়ের কাজ সেরে ফেলেন। এরপর বিয়ে বাড়ীর সামনে থেকে বর ও কনেকে আটক করা হয়। পরে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
এ সময় ভূয়া কাজী হাফিজুর রহমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও তিনি জানান।
এ সময় ভূয়া কাজী হাফিজুর রহমান পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলেও তিনি জানান।
সুমাইয়া খাতুন হাকিমপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী।(পরিবর্তন ডটকম)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়