Tuesday, June 18

কানাইঘাটে নাম্বার বিহীন দু’টি অটোরিক্সাসহ একজন গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক:
 কানাইঘাট থানা পুলিশ গত সোমবার গভীর রাতে চতুল ঈদগাহ বাজারের পাশ থেকে সন্দেহভাজন ঘুরাফেরার দায়ে দু’টি রোড পারমিটবিহীন গ্যাস চালিত অটোরিক্সাসহ ১জন কে আটক করেছে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে চতুল ঈদগাহ এলাকায় থানার এ.এস.আই শফিক একদল পুলিশ নিয়ে টহল দিচ্ছিলেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দু’টি অটোরিক্সার চালকসহ সন্দেহভাজন যাত্রীরা গাড়ী দু’টি রাস্তায় ফেলে পালিয়ে যায়। পুলিশ সেখান থেকে পরিত্যাক্ত অবস্থায় ২টি নাম্বার বিহীন অটোরিক্সাসহ দুর্গাপুর গ্রামের আনিছুল হকের পুত্র মোঃ শহিদ আহমদ এক যুবককে আটক করে। এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর সাথে কথা হলে তিনি জানান, নাশকতা মূলক কর্মকান্ড সংগঠিত করার প্রস্তুতির সময় পুলিশ দু’টি অটোরিক্সাসহ শহিদ আহমদ নামে ১জন কে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলে তিনি জানিয়েছেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, রোড পারমিটবিহীন কিছু অটোরিক্সা সিএনজি চালিত গাড়ি কানাইঘাটে অপরাধ মূলক কর্মকান্ডে ব্যবহৃত হচ্ছে। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়