Friday, June 28

নাম বদলানো তারকারা

শোবিজ জগতের অন্যতম একটি আলোচিত বিষয় হলো নাম বদল। সিনেমা জগতে পা রেখেই নাম বদলের প্রবণতা দেখা যায় অভিনেতা অভিনেত্রীদের। স্থান-কাল-পাত্র ভেদে এ নাম বদলানোর পেছনে রয়েছে ধর্মীয় প্রেক্ষাপট, কারো ভাগ্য বদলে সাফল্য পাওয়ার চেষ্টা, কেউবা একটু কেতাদুরস্ত শর্টকাট নামের দিকে ঝোকার চেষ্টা! অবশ্য তারকাদের এসব নামবদলের মাধ্যমে ভাগ্য সুপ্রসন্ন করার চেষ্টা যুগে যুগে সফল হয়েছে।
যে নামে সারা জীবন পরিচিতি পেয়ে এসেছেন সেই নামটিকেই শোবিজে এসে বদলে ফেলেন একজন তারকা। কেউ কেউ আংশিক নাম বদলান কেউবা পুরোটাই। এমন কয়েকজন বলিউড তারকাকে নিয়ে এই প্রতিবেদন।

পর্দার জনপ্রিয়তা আনতেই নিজেদের নাম পরিবর্তন করেছেন বলে মনে করেন ‘দেওল’ পরিবারের তিন তারকা! ধর্মেন্দ্রর পুরো নাম ছিলো ধর্মেন্দ্র সিং দেওল। সানি দেওলের নাম ছিলো অজয় সিং দেওল এবং ববি দেওলের নাম ছিলো বিজয় সিং দেওল।
বলিউড তারকা জিয়া খানের আসল নাম ছিলো নাফিসা খান। শোবিজ জগতে এসে তার নাম জিয়া খান হয়। সাফল্য লাভ করার আগেই ঝরে যান এই অমিত প্রতিভাবান এই তারকা। (সম্প্রতি তিনি আত্মহনন করেন।)
বলিউডের ‘ট্রাজিডি কিং’ দিলীপ কুমারকে সবাই এ নামেই চেনে। অথচ তার এই নামের আড়ালে ঢাকা পরে গেছে আসল নাম মোহাম্মদ ইউসুফ খান। মুম্বাইয়ের 'মুঘলে আযম' দিলীপ কুমার দাপটের সাথে রূপালী পর্দায় বিচরন করেছেন। এখন তিনি বয়সের ভারে ন্যূজ্ব। থাকেন সবার আড়ালেই।
বলিউডের এক সময়ের জনপ্রিয় নায়ক জিতেন্দ্র। এই নায়কও পর্দায় তার নাম বদলেছেন। তার মূল নাম ছিলো রবি কাপুর। এই রবি কাপুর বললে এখন কয়জনই বা চিনবে তাকে?
বলিউড পারফেক্টশনিষ্ট আমির খানের পুরো নাম আমির হোসাইন খান। বলিউডে তিনি আমির খান নামে পরিচিত। হোসাইনটা বাদ দিয়েছেন তিনি।
তিনিও বলিউড সুপারস্টার। তার পুরো নাম রাজিব হরি ওম ভাটিয়া। কি ঘাবড়ে গেলেন এই নাম শুনে? জি, তিনিই অক্ষয় কুমার। এই পোশাকি নামটিই এখন বলিউড সুপারস্টারের মূল নাম হিসেবে পরিচিত।
দাবাং স্টার সালমান খানের পুরো নাম আবদুর রশিদ সেলিম সালমান খান। নামের বাকি অংশ বাদ দিয়ে তিনি এখন সালমান খান নামেই পরিচিত। সংক্ষেপে অনেকে সাল্লু্ও ডাকেন তাকে।
শিল্পা শেঠীর আসল নাম অশ্বিনী শেঠী। বলিউডে এসে হয়ে যান তিনি শিল্পা শেঠী।
চিকনি চামেলি ক্যাটরিনা কাইফের আসল নাম ক্যাটরিনা তারকুট্টি । বলিউডে আসার পর ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ এই তারকা নিজের নাম বদলে ফেলে শেষে কাইফ জুড়ে দেন।
বলিউড অভিনেত্রী বানুরেখা গনেসা। তাকে এই নামে কেউ চেনে না। কারণ বলিউডে তিনি রেখা নামেই সুপরিচিত।
প্রীতি জিনতার আসল নাম প্রিতম জিনতা সিং। প্রিটিওমেন খ্যাত এই নায়িকা সিনেমায় এসে প্রীতি জিনতা হয়ে যান।
‘জেমস’ এবং ‘সরকার’ সিনেমায় মাধ্যমে বলিউড জগতে পরিচিতি পান নিশা কোটাহরি (Nisha Kotahari)। এই আবেদনময়ী নায়িকার আসল নাম প্রিয়াঙ্কা কোটাহরি।
টুইঙ্কেল বাজপাই হিসেবে টেলিভিশন মিডিয়ায় আসেন তিনি। আর বলিউড সিনেমায় পা রেখে হয়ে যান টিয়া বাজপাই। তার এই নাম বদলানোর পেছনে পরিচালক বিক্রম ভাটের ইচ্ছেকে উল্লেখ করা হয়।
এছাড়াও বলিউডে আরো কয়েক ডজন তারকার দেখা পাওয়া যায় যারা সংস্কারে আচ্ছন্ন হয়ে ক্যারিয়ারের খাতিরে নানাভাবে তাদের নাম বদলে ফেলেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়