Tuesday, June 25

রমজানের পর মাঠে নামবে হেফাজত

হাটহাজারী : ১৩ দফা দাবি আদায়ের আন্দোলনকে বেগবান করতে এবং সংগঠনের কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী। 

মঙ্গলবার সকালে হাটহাজারী মাদ্রাসা মিলনায়তনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয়, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর কমিটির যৌথসভা শেষে ঘোষণা করা হয়।  

কর্মসূচির মধ্যে রয়েছে রমজানের পর সেপ্টেস্বর মাসের দ্বিতীয় সপ্তাহে সারাদেশে ওলামা-পীর-মাশায়েখ ও হেফাজতে ইসলামের জেলা-মহানগর কমিটির নেতৃবৃন্দকে নিয়ে জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন, ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রতিটি জেলা-উপজেলা, গ্রামে-গঞ্জে আলোচনা-সভা, সেমিনার ও দোয়া মাহফিল আয়োজন, আগামী ২০ শে রমজান এ'তেকাফের পূর্বে প্রত্যেক শাখায়/ইউনিটে ইফতার মাহফিল আয়োজন করে জনসচেতনতা সৃষ্টি করা, যেসব মহানগর ও জেলা-উপজেলায় কমিটি গঠিত হয়নি, সেখানে কমিটি গঠন করা।

এসময় আল্লামা শফি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, কোনো হুমকি, নির্যাতন, মামলা, হয়রানি ও ষড়যন্ত্র আমাদেরকে ঈমান রক্ষার আন্দোলন থেকে বিরত রাখতে পারবে না। দেশের যে কোনো স্থানে যে কোনো সময় ইসলামবিদ্বেষী শক্তি মাথাচাড়া দিয়ে উঠলে এদেশের নবীপ্রেমিক আলিম-ওলামা ও তাওহীদি জনতা জীবনবাজি রেখে তাদের দাঁতভাঙা জবাব দিতে প্রস্তুত রয়েছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়