Saturday, June 15

মোট কেন্দ্র ১২৮ : ৩৪ কেন্দ্রে আরিফ ৩৫৮৯১, কামরান ২১৪৪

সিলেট সিটি করপোরেশন নির্বাচনের ভোট গণনা শেষে ফল প্রকাশ শুরু হয়েছে। সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের ১২৮টি কেন্দ্রের মধ্যে ৩৪টির ফলাফল পাওয়া গেছে। ৩৪ কেন্দ্রে আরিফুল হক চৌধুরী এগিয়ে রয়েছেন ১৪,৪৪৬ ভোটে। ৩৪ কেন্দ্রে আরিফের প্রাপ্ত ভোটের পরিমাণ ৩৫ হাজার ৮৯১। আর কামরানের প্রাপ্ত ভোটের পরিমাণ ২১ হাজার ৪৪৫ ভোট।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী মদন মোহন কলেজ মহিলা কেন্দ্রে কামরান পেয়েছেন ৯৪৪ ভোট, আরিফ পেয়েছেন ৫২২ ভোট, রিমন পেয়েছেন ২০ ভোট। মদন মোহন কলেজ পুরুষ কেন্দ্রে কামরান ১১৩৬ ভোট, আরিফ ৬৮০ ভোট ও রিমন ১০ ভোট পেয়েছেন। রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে কামরান ৪৮২ ভোট, আরিফ ৪৩১ ভোট ও রিমন ১৩ ভোট পেয়েছেন।

উপশহর ই ব্লকের ১টি সেন্টারে আরিফুল হক পেয়েছেন ৬৫৩ ভোট, কামরান পেয়েছেন ৩১৪ ভোট। ই ব্লকের অপর কেন্দ্রে আরিফ পেয়েছে ৫০২ ভোট ও কামরান পেয়েছেন ২১৮ ভোট।

সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে আরিফ ৬১৫ ভোট, কামরান ৬২২ ভোট, রায়নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ১৫৮৭ ভোট, কামরান ৫৫৯ ভোট, মঈনুন্নেছা মহিলা স্কুল কেন্দ্রে আরিফ ১৭৮৪ ভোট, কামরান ৮৫৭ ভোট, গোটাটিকর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ১০৬৫ ভোট, কামরান ৬৫৯ ভোট, সারদা হল কেন্দ্রে আরিফ ৮০৫ ভোট, কামরান ৯১৩ ভোট, মেন্দিবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ১১৫৮ ভোট, কামরান ৬০১ ভোট, শিবগঞ্জ স্কলার্সহোম সেন্টারে আরিফ ৯৮৫ ভোট, কামরান ৪২৫ ভোট, তেররতন সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ ১০২১ ভোট, কামরান ৬৫৩ ভোট, আম্বরখানা সরকারী কলোনি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আরিফ ১৫৬২ ভোট, কামরান ৮০২ ভোট, আম্বরখানা গার্লস স্কুলে আরিফ ৯১৫ ভোট, কামরান ৩৭৮ ভোট এবং দূর্গাকুমার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ১০১৯ ভোট ও কামরান ৬১৮ ভোট পেয়েছেন।

বোরহান উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ৯৫১ ভোট, কামরান ৩৬০ ভোট, চান্দুশাহ স্কুলে আরিফ ৯৪৩ ভোট, কামরান ৪৭৯ ভোট, খাসদবীর দারুস সালাম মাদরাসায় আরিফ ১৩৫৪ ভোট, কামরান ৫৬৫ ভোট, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়ে আরিফ ১৮৭৭ ভোট, কামরান ১০০৭ ভোট, সোনারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ১৫৫৯ ভোট, কামরান ৯৬৩ ভোট, খাসদবীর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ১০৪৭ ভোট, কামরান ৫৪৩ ভোট, আখালিয়া নয়াপাড়া স্কুলে আরিফ ৯৫১ ভোট, কামরান ৪০৯ ভোট, দরগা জালালীয়া প্রাথমিক বিদ্যালয়ে আরিফ ৬০৬ ভোট, কামরান ২৭৫ ভোট, কাজী জালাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের দুইটি কেন্দ্রের মধ্যে একটি কেন্দ্রে আরিফ ১০১৮ ভোট, কামরান ৪০৯ ভোট, অপর কেন্দ্রে আরিফ ৭৬৭ ভোট, কামরান ৩২৮ ভোট, সুবিদবাজার হলিসিটি স্কুলে আরিফ ৭৭৯ ভোট, কামরান ৩৪০ ভোট, কদমতলী পয়েন্ট স্কুলে আরিফ ১৩৭৪ ভোট, কামরান ১১১৮ ভোট, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে আরিফ ৬১৫ ভোট, কামরান ৬২২ ভোট, নছিবা খাতুন উচ্চ বিদ্যালয়ে আরিফ ৮০৩ ভোট, কামরান ৪৯৮ ভোট, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে আরিফ ১৪৬৬ ভোট, কামরান ১৩১৬ ভোট, এইডেড হাই স্কুলে আরিফ ১০০৬ ভোট, কামরান ৫৭০ ভোট, ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রে আরিফ ৮৩৫ ভোট, কামরান ৪৮১ ভোট, মঈন উদ্দিন আদর্শ মহিলা কলেজে আরিফ ১৭৬০ ভোট ও কামরান ৭০০ ভোট পেয়েছেন।সিলেটভিউ টুয়েন্টিফোরডটকম :

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়