ঢাকা: ফিলিস্তিনের নবনিযুক্ত প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ বৃহস্পতিবার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কাছে পদত্যাগ করার প্রস্তাব দিয়েছেন বলে সরকারি সূত্র জানিয়েছে।
তবে তার পদত্যাগপত্র প্রেসিডেন্ট আব্বাস গ্রহণ করেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সূত্র বলছে,কর্তৃপক্ষের সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগ করছেন হামদাল্লাহ।
গত ৬ জুন তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন।
প্রধানমন্ত্রী হওয়ার পর হামদাল্লাহ মাত্র একবার মন্ত্রিসভার বৈঠক করেছেন। কিন্তু তার সরকারের বড় কলেবরের মন্ত্রিসভা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা প্রশ্ন তোলায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।
হামদাল্লাহর পূর্বসূরি সালাম ফায়েদ প্রেসিডেন্ট আব্বাসের সঙ্গে বিরোধের জের ধরে গত এপ্রিলে পদত্যাগ করার পর তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। ।
জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়া মধ্যপ্রাচ্যের এ দেশটিতে ২০০৭ সালে ক্ষমতার ভাগাভাগি নিয়ে ধর্মনিরপেক্ষ ফাতাহ ও ইসলামপন্থী দল হামাসের মধ্যে তুমুল লড়াই হয়। তারপর সেখানে কোনো কার্যকর পার্লামেন্ট কিংবা জাতীয় নির্বাচন হয়নি।
প্রেসিডেন্ট আব্বাস ইসরাইল অধিকৃত পশ্চিম তীরে সরকার গঠন করে শাসন করে যাচ্ছেন। আর ২০০৬ সালের নির্বাচনে জয়লাভের পর হামাসের নিয়ন্ত্রণে রয়েছে গাজা অঞ্চল।
বাংলামেইল২৪ডটকম/ মাআ/ ১০২৩ ঘণ্টা, ২১ জুন ২০১৩
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ আপডেট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়