Monday, June 17

ভারতে ভারী বৃষ্টিপাতে অন্তত ২৫ জনের প্রাণহানি

ঢাকা : ভারতের উত্তরাঞ্চলের বেশ কিছু এলাকায় সোমবার ভারী বৃষ্টিপাতে অন্তত ২৫ জনের প্রাণহানি ঘটেছে। নির্ধারিত সময়ের দুই সপ্তাহ আগেই মৌসুমী বৃষ্টিপাত শুরু হয়েছে। সোমবার উত্তরের কয়েকটি জেলায় ৪৮ ঘণ্টার জরুরি অবস্থা ঘোষণা করেছে রাজ্য সরকার।

বন্যায় তলিয়ে গেছে বেশকটি সড়ক। ভেঙে গেছে সেতু। ভূমিধসের কারণে উত্তরখণ্ডের কেদারনাথ উপত্যকায় আটকা পড়েছেন কমপক্ষে ৩০ হাজার পূণ্যার্থী। বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক ও সেতু মেরামতে কাজ চালিয়ে যাচ্ছে বর্ডার রোড অর্গানাইজেশন ও ইন্দো তিব্বতিয়ান সীমান্ত পুলিশ। এদিকে বন্যায় পানি উঠেছে দিল্লি বিমানবন্দরেও।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়