Saturday, June 29

ফাইনালে মুখোমুখি ঢাকা গ্ল্যাডিয়েটরস এবং দি গ্রেগারিয়াস

:: খেলাধুলা প্রতিবেদক ::
সিটিসেল প্রিমিয়ার ডিভিশন বাস্কেটবল লীগের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও দি গ্রেগারিয়াস। ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে পহেলা জুলাই সোমবার বেলা ৩.৩০ মিনিটে।
বর্তমানে উভয় দলের পয়েন্ট সমান। চ্যানেল-আই খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
শনিবার লীগের প্রথম খেলায় ওল্ড ডিওএইচএস ৫৭-৪৫ পয়েন্টের ব্যবধানে ফ্লেইম বয়েজকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে ওল্ড ডিওএইচএস ৩৫-২৭ পয়েন্টে এগিয়েছিল। ওল্ড ডিওএইচএস আকিব-১৩ ও আসিফ-১৩ পয়েন্ট এবং ফ্লেইম বয়েজ এর উত্তম-১৭ ও হাবিব-১১ পয়েন্ট স্কোর করে।
২৮ জুন ঢাকা গ্ল্যাডিয়েটরস (ইউরোপা ইয়ুথ) ৯৪-৬১ পয়েন্টের ব্যবধানে ঈগেলসকে পরাজিত করে। ঢাকা গ্ল্যাডিয়েটরস এর ইভস-৩২ ও শাওন-১৭ পয়েন্ট এবং ঈগেলসের সংগিত-১৭ ও বাশার-১৫ পয়েন্ট স্কোর করে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো:আহাদ আলী সরকার উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ন এবং রানার্স আপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার প্রদান করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়