Saturday, June 29

যশোর-৪ আসনের সীমানা পুনর্বহালের দাবিতে রোববার হরতাল


যশোর: যশোর-৪ আসনের সংসদীয় এলাকা পুনর্বহালের দাবিতে শনিবার বিকেলে বাঘারপাড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। সমাবেশ থেকে রোববার হরতাল পালনের কর্মসূচি দেয়া হয়েছে। 
নাগরিক ফোরামের উদ্যোগে বাঘারপাড়া চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সমাজ সেবক মহসিন রেজা। বক্তব্য রাখেন, আনিসুর রহমান, মাসুদ আলম টিপু, হাফিজুর রহমান, বেলায়েত হোসেন, শহিদুল ইসলাম, আবু হুরায়রা আশা, টিপু সুলতান, এখলাজ হোসেন প্রমুখ। 
সমাবেশে বক্তারা বলেন, যশোর-৪ আসনের বর্তমান সংসদীয় এলাকা পরিবর্তন হলে হরতালের থেকে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে। 
উল্লেখ্য, গত নির্বাচনের আগে এ আসনের সীমানা পরিবর্তন করা হয়। বর্তমান এর সীমানা হচ্ছে, বাঘারপাড়ার ৯টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও সদরের ৫টি ইউনিয়ন (বসুন্দিয়া, নরেন্দ্রপুর, কচুয়া, ফতেপুর ও ইছালি ইউনিয়ন)। এর আগের সীমানা ছিল বাঘারপাড়া, অভয়নগর উপজেলা ও সদরের বসুন্দিয়া ইউনিয়ন। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়