কানাইঘাট থানা পুলিশ আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সদস্য কুখ্যাত সেলিম উদ্দিন (উরফে) সেলিম ডাকাত (৩২) কে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার এস.আই টিপু সুলতান আজ শনিবার রাত সাড়ে ৯টার দিকে এক অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার ফেরারী আসামী কুখ্যাত সেলিম ডাকাত কে তার নিজ বাড়ী উপজেলার ধলিবিল দক্ষিণ গ্রাম থেকে গ্রেফতার করতে সক্ষম হন। তার পিতার নাম নুর উদ্দিন। পুলিশ সূত্রে জানা যায়, সেলিম ডাকাত কানাইঘাটসহ সিলেটের বিভিন্ন উপজেলায় অসংখ্য ডাকাতি ঘটনার সাথে জড়িত রয়েছে। তাকে গ্রেফতার করতে সিলেটের পুলিশ প্রশাসন বিভিন্ন স্থানে অভিযান চালালেও গোপনে সে ফেরারী আসামী হয়ে আত্মগোপনে ছিল। তার গ্রেফতারের সংবাদে এলাকায় জনমনে স্বস্থি নেমে এসেছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়