Wednesday, June 19

বিরোধী দলের তত্ত্বাবধায়কের দাবি অযৌতিক: সুরঞ্জিত

ঢাকা: বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের তত্ত্বাবধায়কের দাবি সম্পর্কে দপ্তরবিহীন মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি যতোই জয়লাভ করছে, ততোই তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে হারছে। মনে রাখতে হবে, এই জয় জয় না, আরো জয় আছে।’

বুধবার দুপুরে গণগন্থাগারে ভাষা সৈনিক গাজীউল হকের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ঢাকা জেলা শাখা আয়োজিত ‘অসাংবিধানিক ও অগণতান্ত্রিক সরকারের প্রয়োজন নেই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সিটি করপোরেশন নির্বাচন নিয়ে যারা উল্লাস করছে তাদের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে খালেদা জিয়াও যাননি, শেখ হাসিনাও যাননি। সেখানে নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে কেউ নির্বাচন করেনি। মানুষ স্থানীয় প্রতিনিধিকে বিবেচনা করে ভোট দিয়েছে। সেখানে দল নয় ব্যক্তি পরাজিত হয়েছেন।’

তিনি বলেন, ‘সিটি করপোরেশন নির্বাচনে প্রমাণিত হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে দলীয় সরকার বাধা নয়।’

সিটি করপোরেশন নির্বাচনে জামায়াত-শিবির যুদ্ধাপরাধীদের বিষয়ে ঘরে ঘরে গিয়ে ইনিয়ে বিনিয়ে মায়াকান্না করেছে অভিযোগ করে সুরঞ্জিত বলেন, ‘তারা ধর্মকে কার্ড হিসেবে ব্যবহার করেছে। আস্তিক-নাস্তিককে কার্ড হিসেবে ব্যবহার করেছে। এ বিষয়গুলো গণতান্ত্রিক নির্বাচনের জন্য শুভ নয়।’

এসময় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট তারানা হালিমকে হত্যার হুমকির ঘটনায় নিন্দা জানান তিনি।

আয়োজক সংগঠনের সহ-সভাপতি মোবারক আলী শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা বক্তব্য রাখেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়