Sunday, June 16

সৌদি আরবে হাজীর সংখ্যা কমাচ্ছে

ঢাকা : চলতি বছর হজে অংশগ্রহণকারী ব্যক্তির সংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব।
 
সিদ্ধান্ত অনুযায়ী আগের বছরের তুলনায় চলতি বছর ২০ শতাংশ কম বিদেশি হজ পালনে সৌদি আরব যেতে পারবেন। সৌদি নাগরিকদের ক্ষেত্রে এ সংখ্যা ৫০ শতাংশ কমানো হয়েছে।
 
সৌদি আরবের হজ বিষয়ক মন্ত্রী বন্দর বিন মোহাম্মদ হাজ্জারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা।
 
মক্কা নগরীর মসজিদ-উল-হারামের সম্প্রসারণের লক্ষ্যে সংস্কার কাজের কারণে হাজীর সংখ্যা কমানোর এ সিদ্ধান্ত নিয়েছে। হজমন্ত্রী জানান,এই সিদ্ধান্ত সাময়িক।
 
হাজীর সংখ্যা নির্ধারণের ক্ষেত্রে আগের প্রচলিত নিয়মই বহাল থাকবে বলে জানান মন্ত্রী। প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতি ১০ লাখে এক হাজার হিসাবে একটি দেশের হাজীর সংখ্যা নির্ধারিত হয়ে থাকে।
 
গত বছর প্রায় ৩১ লাখ হাজী হজ পালন করেন যাদের বেশিরভাগই ছিলেন বিদেশি। গত ৮ মে  বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেয়া তথ্য অনুযায়ী,  চলতি বছর ১ লাখ ৩০ হাজার ব্যক্তি হজ করতে সৌদি আরব যাওয়ার কথা।
 
হাজ্জার বলেন, সংস্কারের ফলে মসজিদ-উল-হারামের আয়তন চার লাখ বর্গমিটার বাড়বে। ফলে এতে একই সময়ে ২২ লাখ মুসল্লী নামাজ আদায় করতে পারবেন।
 
এছাড়া জামারাত সেতুটি ছয় তলা থেকে ১২ তলায় উন্নিত হবে যাতে প্রতিদিন ৫০ লাখ মানুষ অবস্থান করতে পারবেন।
 
সংস্কারের ফলে মসজিদ-উল-হারামের সঙ্গে মিনা ও মক্কা সংলগ্ন স্থানের সংযোগ বাড়বে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়