ঢাকা : মিশরের পর্যটন শহর লাক্সোরের নবনিযুক্ত গভর্নর আদেল আল-খাইয়াত আজ রোববার পদত্যাগ করেছেন। গণমাধ্যমের অন্যায় প্রচারণার কারণেই তাকে পদত্যাগ করতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। মিশরের একটি গণহত্যার সঙ্গে জড়িত আদেল আল-খাইতকে লাক্সোরের গভর্নর হিসেবে নিয়োগ দেয়ার পর থেকেই দেশজুড়ে প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে প্রতিবাদ বেড়ে গেছে। আদেল আল-খাইয়াতকে নিয়োগ দেয়ার পর দেশটির পর্যটনমন্ত্রী হিশাম যাযুও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।
লাক্সোরে ১৯৯০-এর দশকের এক গণহত্যায় সাবেক উগ্র জঙ্গি গোষ্ঠী গামা ইসলামিয়া জড়িত ছিল। ওই গোষ্ঠীর রাজনৈতিক শাখার নেতা আদেল আল-খাইয়াতকে সম্প্রতি লাক্সোর শহরের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মুরসি। লাক্সোরের পাশাপাশি আরো কয়েকটি শহরে এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদেরও পদত্যাগ দাবি করছে বিভিন্ন রাজনৈতিক দল। এ কারণে আল-খাইয়াতের পদত্যাগের মধ্যদিয়েই পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা।
প্রেসিডেন্ট মুরসি সম্প্রতি দেশটির ১৬টি শহরে নতুন গভর্নর নিয়োগ করেন। এদের কয়েক জনকে বিতর্ক রয়েছে মিশরে।(ডিনিউজ)
লাক্সোরে ১৯৯০-এর দশকের এক গণহত্যায় সাবেক উগ্র জঙ্গি গোষ্ঠী গামা ইসলামিয়া জড়িত ছিল। ওই গোষ্ঠীর রাজনৈতিক শাখার নেতা আদেল আল-খাইয়াতকে সম্প্রতি লাক্সোর শহরের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মুরসি। লাক্সোরের পাশাপাশি আরো কয়েকটি শহরে এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদেরও পদত্যাগ দাবি করছে বিভিন্ন রাজনৈতিক দল। এ কারণে আল-খাইয়াতের পদত্যাগের মধ্যদিয়েই পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা।
প্রেসিডেন্ট মুরসি সম্প্রতি দেশটির ১৬টি শহরে নতুন গভর্নর নিয়োগ করেন। এদের কয়েক জনকে বিতর্ক রয়েছে মিশরে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়