Sunday, June 23

অবশেষে পদত্যাগ করলেন মিশরের সেই গভর্নর

ঢাকা : মিশরের পর্যটন শহর লাক্সোরের নবনিযুক্ত গভর্নর আদেল আল-খাইয়াত আজ রোববার পদত্যাগ করেছেন। গণমাধ্যমের অন্যায় প্রচারণার কারণেই তাকে পদত্যাগ করতে হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। মিশরের একটি গণহত্যার সঙ্গে জড়িত আদেল আল-খাইতকে লাক্সোরের গভর্নর হিসেবে নিয়োগ দেয়ার পর থেকেই দেশজুড়ে প্রেসিডেন্ট মুরসির বিরুদ্ধে প্রতিবাদ বেড়ে গেছে। আদেল আল-খাইয়াতকে নিয়োগ দেয়ার পর দেশটির পর্যটনমন্ত্রী হিশাম যাযুও পদত্যাগপত্র জমা দিয়েছিলেন।

লাক্সোরে ১৯৯০-এর দশকের এক গণহত্যায় সাবেক উগ্র জঙ্গি গোষ্ঠী গামা ইসলামিয়া জড়িত ছিল। ওই গোষ্ঠীর রাজনৈতিক শাখার নেতা আদেল আল-খাইয়াতকে সম্প্রতি লাক্সোর শহরের গভর্নর হিসেবে নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট মুরসি। লাক্সোরের পাশাপাশি আরো কয়েকটি শহরে এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের গভর্নর হিসেবে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তাদেরও পদত্যাগ দাবি করছে বিভিন্ন রাজনৈতিক দল। এ কারণে আল-খাইয়াতের পদত্যাগের মধ্যদিয়েই পরিস্থিতি শান্ত হয়ে যাবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা।

প্রেসিডেন্ট মুরসি সম্প্রতি দেশটির ১৬টি শহরে নতুন গভর্নর নিয়োগ করেন। এদের কয়েক জনকে বিতর্ক রয়েছে মিশরে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়