Sunday, June 30

গনেশপুরে এইডস বিষয়ক এডভোকেসী সভা


রংপুর: রংপুর নগরীর গনেশপুরে রোববার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হেলপ এর আয়োজনে জাতীয় এইডস ও এসটিভি প্রোগ্রামের এইডস বা এইচআইভি বিষয়ক জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন দৈনিক দাবানল পত্রিকার স্টাফ রিপোর্টার এমবি আলম বাদশা।
সভায় হেলপ এর ডি,আই কো-অর্ডিনেটর শহিদুল ইসলাম এইডস বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যে বলেন, এইডস সম্পর্কে আমাদেরকে শুধুমাত্র সচেতন হতে হবে ও নারীদের প্রতি সহায় হয়ে অন্যায়, অবিচার, নির্যাতন বন্ধ করে তাদেরকে সৎ ও সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এসময় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন  সাংবাদিক মিরু সরকার, নুর হাসান চান, শাহীন সরকার। আরও বক্তব্য রাখেন হেলপ এর আউটরিছ সুপার-ভাইজার রাশেদুল ইসলাম শাহীন। আরো উপস্থিত ছিলেন বাবু, সাজু, অহেদুল, মানুদরানা, হায়দার আলী, হাসি, সীমাসহ অর্ধশত দর্শক শ্রোতা উপস্থিত ছিলেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়