Sunday, June 16

১৮ দলীয় জোট প্রার্থীরা মেয়র নির্বাচিত হওয়ায় কানাইঘাটে শোকরানা সমাবেশ


নিজস্ব প্রতিবেদক:
 সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত ১৮ দলীয় জোটের প্রার্থী আরিফুল হক চৌধুরী বিপুল ভোটে বিজয়ী হওয়ায় এবং বরিশাল, খুলনা ও রাজশাহী সিটিতে জোট প্রার্থীরা জয়লাভ করায় কানাইঘাট উপজেলা ১৮ দলীয় জোটের উদ্যোগে গতকাল রোববার বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে শোকরানা দোয়া ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জোটের পৌর শাখার আহবায়ক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ইফজালুর রহমানের সভাপতিত্বে এবং ছাত্রনেতা আমিনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জোটের উপজেলা শাখার সদস্য সচিব মুফতি মাওলানা এবাদুর রহমান, বিএনপি নেতা হাজী এমএ মতিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর শরীফুল হক, বিএনপি নেতা ডাঃ আবু শহীদ, জমিয়ত নেতা মাওঃ ফজলুর রহমান, মাওঃ হেলাল আহমদ, খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক শহীদ আহমদ, মজলিস নেতা মিসবাউর রহমান, ছাত্র জমিয়ত নেতা মাওঃ আব্দুর রাজ্জাক, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান সিনিয়র যুগ্ম আহবায়ক সাজ উদ্দিন সাজু, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, পৌর শাখার আহবায়ক মিজানুর রহমান, থানা ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি রাশিদুল হাসান টিটু, খসরুজ্জামান, শ্রমিকদলের আহবায়ক জাকারিয়া, আবিদুর রহমান, জাফর আহমদ, যুবদল নেতা ডালিম, আজির, ছাত্রদল নেতা আব্দুল বাসিত, রিয়াজ, বদরুল, বিজয় দাস, আইশাম, জাবেদ, কাওছার, কাদির, মঞ্জুর প্রমুখ। সভায় বক্তারা সরকারের নির্যাতন নিপীড়ন, মামলা-হামলা ও গণবিরোধী এবং ইসলাম বিদ্বেষী কর্মকান্ডের কারণে চার সিটির জনগণ সরকার সমর্থিত হেভিওয়েট প্রার্থীদের প্রত্যাখান করে জোটের প্রার্থীদের বিজয়ী করেছে বলে উল্লেখ করেন। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়