Sunday, June 30

ঝালকাঠিতে লিমনের অস্ত্র মামলার শুনানী মুলতবী

ঝালকাঠি: র‌্যাবের গুলিতে পঙ্গু হওয়া ঝালকাঠির কলেজ ছাত্র লিমনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলার শুনানী মুলতবী করেছে আদালত। গতকাল রোববার লিমনের উপস্থিতিতে শুনানীতে অংশ নেয় তার আইনজীবীরা। 
আইনজীবী এ্যাড. আক্কাস সিকদার জানান, লিমনের বিরুদ্ধে র‌্যাবের দায়ের করা অস্ত্র মামলার শুনানীর দিন ধার্য ছিল রোববার। বিশেষ ট্রাব্যুনাল-২ এর বিচারক কিরণ শংকর হালদারের আদালতে শুনানী শুরু হলে কিছুক্ষন শনে তিনি শুনানীর মুলতবী ঘোষণা করেন। অধিকতর শুনানীর জন্য সোমবার আদালতে শুনানীর জন্য ধার্য করা হয়। প্রসঙ্গত, ২০১১ সালের ২৩ মার্চ ২০১১ ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় কথিত বন্দুক যুদ্ধে র‌্যাবের ৬ সদস্য নিরীহ কলেজছাত্র লিমনকে ধরে নিয়ে পায়ে গুলি করে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়