সৌদি আরবে সশস্ত্র ডাকাতির অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই পাকিস্তানির শিরশ্ছেদ করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি বার্তা সংস্থা এসপিএ নিউজে এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অভিযুক্তরা জেদ্দার পশ্চিমাঞ্চলীয় একটি শহরে অস্ত্রের মুখে ব্যাংক গ্রাহকদের অর্থ ডাকাতির সাথে জড়িত ছিলো।"
বার্তা সংস্থা এএফপির মতে, এ বছরে সৌদি আরবে মোট ৫৪ জনকে বিভিন্ন অপরাধে শিরশ্ছেদ করা হয়েছে।
এএফপি জানিয়েছে, ২০১২ সালে দেশটিতে মোট ৭৬ জনের শিরশ্ছেদ করা হয়। তবে এ সংখ্যা ৬৯ বলে হিউম্যান রাইটস ওয়াচের দাবি।
ইসলামী আইন অনুসারে, সৌদি আরবে ধর্ষণ, হত্যা, ডাকাতি, নাস্তিকতা, মাদক পাচার প্রভৃতি শাস্তিযোগ্য অপরাধ।
সূত্র: ফ্রান্টিয়ার পোস্ট
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়