লিবিয়ার রাজধানী ত্রিপোলির সেন্ট্রাল হাসপাতালে কর্মরত অবস্থায় গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে কানাইঘাটের এক এম.বি.এস ডাঃ জামাল উদ্দিন (৫২) আকষ্মিক মৃত্যু হয়েছে। কানাইঘাট পৌরসভার নন্দিরাই গ্রামের মৃত মৌলভী মুজম্মিল আলীর পুত্র বিশিষ্ট চিকিৎসক ডাঃ জামাল উদ্দিন আড়াই বছর পূর্বে সরকারভীবে লিবিয়ায় চিকিৎসক হিসেবে যান। তিনি সেখানে ত্রিপোলির সেন্ট্রাল হাসপাতালে কর্মরত থাকা অবস্থায় বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে তাঁকে সেখানে ভর্তি করা হলে চিকিৎসাধানী অবস্থায় রাত ৯টায় মারা যান। ডাঃ জামালের মৃত্যুর সংবাদটি শুক্রবার রাত ২টায় লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তারা তাঁর আত্মীয় স্বজনদের মৃত্যুর বিষয়টি জানান। আইনি প্রক্রিয়া শেষে আগামী ১ সপ্তাহের মধ্যে ডাঃ জামালের লাশ দেশে আসার কথা রয়েছে। এদিকে এলাকার অত্যন্ত পরিচিত মুখ নম্র-ভদ্র বিশিষ্ট চিকিৎসক ডাঃ জামালের মৃত্যুর সংবাদটি জানার পর তার পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। সর্বত্র শোকের ছায়া নেমে আসে। জামাল উদ্দিন স্ত্রী, এক ছেলে, এক মেয়ের জনক। তাঁর মা, তিন ভাই, দুই বোন রয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়