Thursday, June 20

খুলনায় বিএনপি’র ৯ নেতার জামিন লাভ


খুলনা: হরতাল-অবরোধে সহিংসতা, ভাংচুর এবং পুলিশের কর্তব্য কাজে বাধাদানের অভিযোগের খুলনা সদর ও সোনাডাঙ্গা থানায় দায়ের হওয়া পৃথক পাঁচটি মামলায় খেলাফত মজলিসের খুলনা মহানগর সভাপতি মাওলানা গোলাম কিবরিয়া সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ৯ নেতাকর্মী হাই কোর্ট থেকে জামিন পেয়েছেন। 
জামিনপ্রাপ্ত অন্যরা হলেন জিয়া মুন্সি, রুহুল আমিন সোহাগ, মুন্সি রাজিব, ইউনুস, আব্দুল্লাহ আল মামুন, এমরান, জাকির ও ইয়াসিন। এদের মধ্যে সোহাগ ও ইউনুস পৃথক দুই মামলার আসামী। 
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের দ্বৈত বেঞ্চের বিজ্ঞ বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিজ্ঞ বিচারপতি জাহাঙ্গীর হোসেনের আদালতে শুনানী শেষে ছয় মাসের জন্য অন্তবর্তীকালীন জামিন মঞ্জুর করেন। আসামী পক্ষে শুনানীতে অংশ নেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এমপি। এ সময় আদালতে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর কমিটির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়