Sunday, June 30

নির্বাচন কমিশনকে মেরুদণ্ডহীন বললেন খালেদা


ঢাকা: বর্তমান নির্বাচন কমিশনকে অথর্ব ও মেরুদণ্ডহীন উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু ও জাতীয় নির্বাচন সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

রোববার রাতে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বরিশালের নব-নির্বাচিত মেয়র আহসান হাবীব কামালের শুভেচ্ছা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গত সাড়ে চার বছরে এ সরকার কিছুই দিতে পারে নি। খুন, গুম, হত্যা এবং সন্ত্রাসীর জন্য এখন দেশের মানুষ পরিবর্তন চায়। ব্যবসা-বাণিজ্যের উন্নয়ের জন্য দেশের মানুষ পরিবর্তন চায়।

সিটি নির্বাচন সুষ্ঠু হয়নি উল্লেখ করে তিনি বলে, নির্বাচন সুষ্ঠু হলে আওয়ামী লীগের প্রার্থীরা তাদের জামানত হারাতো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বরিশালের এমপি মজিবর রহমান সরোয়ার, বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী প্রমুখ।

বাংলামেইল২৪ডটকম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়