কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর উজানে লোভাছড়া চা- বাগানের মাঞ্জরি এলাকা থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে বাগান কর্তৃপক্ষ দুই যুবককে ১টি নৌকাসহ আটক করে কানাইঘাট থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। জানা যায়, গত শুক্রবার গভীর রাতে কোয়ারীর মাঞ্জরি থেকে রাতের আধারে ভারতের সীমান্ত এলাকা থেকে উপজেলার সাউদ গ্রামের আলিম উদ্দিনের পুত্র মোস্তফা (২২) এবং সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার মতরকান্দি গ্রামের মৃত আব্দুল কাদিরের পুত্র আকবর হোসেন (২৬) পাথর উত্তোলন করেছিল। এসময় বাগান কর্তৃপ তাদের আটক করে পরদিন শনিবার থানায় সোপর্দ করেন। এ ঘটনায় গ্রেফতারকৃত দু’জনসহ ৩জনের বিরুদ্ধে মামলা হয়েছে। থানার মামলা নং- (২৬) ২৯/০৬/২০১৩ইং। এদিকে গত বুধবার লোভাছড়া পাথর কোয়ারী থেকে পাথর উত্তোলনের ঘটনা নিয়ে মুলাগুল নয়াবাজারে পাথর ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ উল্লেখ করে সিলেটের দু’টি দৈনিক পত্রিকায় প্রতিনিধির বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ ধরনের কোন সমাবেশ হয়নি বলে পাথর কোয়ারীর শ্রমিক সংগঠন ও ব্যবসায়ীরা জানিয়েছেন।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়