Saturday, June 29

যৌনপল্লী উচ্ছেদে আন্দোলন!

মাদারীপুর শহরের পুরানবাজার থেকে যৌনপল্লী উচ্ছেদ আন্দোলন এক সপ্তাহের জন্য স্থগিত করেছে ইসলাহে কওম পরিষদ।
অবস্থান কর্মসূচির দুই দিনের মাথায় শনিবার সন্ধ্যায় সংগঠনের সূরা সদস্য মাওলানা জাহিদুল ইসলাম এই ঘোষণা দেন।
তবে সংগঠনের নেতারা আল্টিমেটামে পুলিশকে যৌনপল্লীর সর্দারদের গ্রেপ্তারে এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন।
পুলিশ জানায়, গত দুই দিন ধরে ইসলাহে কওম পরিষদ নামের একটি সংগঠন পুরানবাজার এলাকা থেকে যৌনপল্লী উচ্ছেদে পুরানবাজারের মেলবোর্ন প্লাজায় অবস্থান করছেন।
সংগঠনের সূরা সদস্য মাওলানা জাহিদুল ইসলাম বলেন, “আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সকল কার্যক্রম স্থগিত করতে হবে। সেই সঙ্গে পুলিশ প্রশাসনকে যৌনপল্লীর সর্দারদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের আল্টিমেটাম দিচ্ছি।”
তিনি বলেন, “যদি পুলিশ তাদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়, তবে আগামীতে বৃহৎ আন্দোলন হাতে নেয়া হবে।”
এই এলাকায় যৌনপল্লীর ৫ শতাধিক যৌনকর্মী উচ্ছেদ আতঙ্কে আছেন । তাদের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে বলে জানা যায়।
অবস্থান কর্মসূচি শেষে আলোচনা সভায় একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহান্দার আলী জাহান।
দুই বছর ধরে ইসলাহে কওম পরিষদ নামে একটি ইসলামী সংগঠন শহরের পুরানবাজার এলাকা থেকে যৌনপল্লী উচ্ছেদের আন্দোলন করে আসছেন।(পরিবর্তন ডটকম)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়