Monday, June 24

স্কুল ব্যাগ খুলতেই গোখরা সাপ !

ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় গাড়াগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রের স্কুল ব্যাগ থেকে একটি বিষধর গোখরা সাপ উদ্ধার হয়েছে। ছেলেটির নাম রিফাত (৭)। অল্পের জন্য প্রাণে রক্ষা পায় সে। সোমবার সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শরীফা খানম জানান, বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র রিফাত ব্যাগ ভর্তি বই নিয়ে স্কুলে আসে। শ্রেণীকক্ষে বসার পর শিক্ষিকা মঞ্জয়ারা পারভীন দিনের প্রথম ক্লাস নিতে গিয়ে শিক্ষার্থীদেরকে ব্যাগ থেকে বই-খাতা বের করতে বলেন। রিফাত তার ব্যাগ থেকে বই বের করতে গেলে একটি বিষধর সাপ ফোঁস করে ওঠে।
সে সাপ সাপ বলে চিৎকার করে উঠলে শ্রেণী কক্ষ থেকে শিক্ষার্থীরা দ্রুত বের হয়ে যায়। শিক্ষিকা লাঠি দিয়ে ব্যাগটি স্কুল মাঠে নিয়ে আসলে সাপটি বেরিয়ে আসে। লোকজন ছুটে এসে সাপটিকে মেরে ফেলে। এটি বিষধর গোখরা সাপ বলে এলাকাবাসী জানায়।
শরীফা খানম আরও জানান, রিফাত আগের দিন রাতে পড়া শেষে ব্যাগের মধ্যে বই-খাতা গুছিয়ে ঘরের মধ্যে ব্যাগটি খোলা অবস্থায় রেখেই ঘুমাতে যায়। পরের দিন ভোরে স্কুল ব্যাগটি কাঁধে করে বিদ্যালয়ে আসে। ধারণা করা হচ্ছে বিষধর সাপটি রাতেই ব্যাগের মধ্যে আশ্রয় নিয়েছিল।(পরিবর্তন)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়