কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর কালিগঞ্জের নাউয়ারডারার ব্রিজটির দু'পাশে সংযোগ রাস্তা না থাকায় মানুষের চলাচলে দুর্ভোগ কমছে না।
উপজেলা প্রকৌশলী অফিস সূত্রে জানা যায়, ২০০৭ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। এতে খরচ হয় ৩৯ লাখ টাকা। ব্রিজটি নির্মাণের পর দু'পাশে সংযোগ সড়কের মাটি ভরাট করা হয় নি। এরপরেও ঠিকাদারি প্রতিষ্ঠান শুধু অবকাঠামো নির্মাণ করে চূড়ান্ত বিল তুলে নিয়েছে।
সরেজমিনে দেখা যায়, দু'পাশে ২০০ গজ মাটি ভরাট করলেই রাস্তার সাথে ব্রিজটির সংযোগ স্থাপন করা সম্ভব। কিন্তু কর্তৃপক্ষের অবহেলায় তিন বছরেও তা করা হয়নি। বর্ষাকালে কিছু অসাধু ব্যক্তি খেয়া পারাপারের নামে পথচারীর কাছ থেকে টাকা আদায় করছে।
কালিগঞ্জ ইউপি চেয়ারম্যান নুর ইসলাম বলেন, "কাবিখা বরাদ্দের কিছু অর্থ দিয়ে ব্রিজের দু’পাশে সংযোগের প্রস্তাব দেয়া হলেও উপজেলা প্রকৌশলী রাজি হয়নি।"
উপজেলা প্রকৌশলী মাসুদুজ্জামান বলেন, "ব্রিজটির সংযোগ সড়কে মাটি ভরাট করলে বন্যার স্রোতে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তাই আরও একটি ব্রিজ নির্মাণের পরিকল্পনা আছে।"(পরিবর্তন ডটকম)
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়