Saturday, June 29

গোলাম রহমানকে ফখরুল: ‘নখদন্তহীন বাঘ’ নয় আপনি ‘বিড়াল’

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ২০১৩-১৪ অর্থবছরের বাজেট জনগণের উপকারে আসবে না। 

শনিবার সন্ধ্যায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘জাতীয় বাজেট ২০১৩-১৪ পর্যালোচনা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মহাজোট সরকারের সীমাহীন দুর্নীতির কারণে দেশের অর্থনীতি ফোকলা হয়ে গেছে। দুদকের সদ্যবিদায়ী চেয়ারম্যান দুদককে ‘নখদন্তহীন বাঘ’ বলে যে মন্তব্য করেছেন সে প্রসঙ্গে গোলাম রহমানের উদ্দেশে তিনি বলেন, ‘নখদন্তহীন বাঘ’ নয় আপনি ‘বিড়াল’।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিদ্যুৎ ও গ্যাসের অভাবে বাংলাদেশের কারখানাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সরকার কোনো কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি।

জিএসপি স্থগিতের বিষয়ে সরকারি বক্তব্যের বিরোধিতা করে মির্জা আলমগীর বলেন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা স্পষ্ট বলেছেন, রানা প্লাজা ও তাজরীনের কারণে জিএসপি সুবিধা স্থগিত হয়েছে। অথচ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু অবলীলায় অসত্য তথ্য দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, এ সরকারের আমলে অনেক চুক্তি হয়েছে। একটি চুক্তিও জনসম্মুখে প্রকাশ করা হয়নি। পদ্মা সেতু প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, পদ্মা সেতু নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যের জবাব যোগাযোগমন্ত্রী দিয়েছেন।

ম্যাব সভাপতি সৈয়দ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, সোনালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. মাহবুব উল্লাহ, শিল্প ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবু আহমেদ, এ এম নাসির উদ্দিন প্রমুখ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়