Saturday, June 29

বগুড়ায় দুই দিনব্যাপি চিত্র প্রদর্শনী শুরু


বগুড়া: প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এ২১) প্রকল্প ও গণযোগাযোগ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বগুড়ায় দুই দিনব্যাপি চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শনিবার বিকেলে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাস। বাংলাদেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য, কৃষ্টি-কালচারসহ স্বপ্নের ডিজিটাল বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা আওয়ামী লীগের ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দিন। উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মঞ্জুর-ই-মওলা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক প্রদীপ ভট্টাচার্য শংকর, বগুড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আখতারুজ্জামান, বগুড়া থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না প্রমুখ।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়