Monday, June 17

রাজা ডঃ সাজরিন শাহ দাবায় নিয়াজের আড়াই পয়েন্ট

ঢাকা:মালয়শিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠানরত ডিওয়াইটিএম রাজা ডঃ সাজরিন শাহ আমন্ত্রণমূলক মাস্টারস দাবার পাঁচ খেলায় আড়াই পয়েন্ট নিয়ে যুগ্মভাবে তৃতীয় স্থানে রয়েছেন জিএম নিয়াজ মোর্শেদ। সোমবার অনুষ্ঠিত পঞ্চম রাউন্ডের খেলায় নিয়াজ জার্মানীর গ্র্যান্ড মাস্টার লুথার থমাসের সাথে ড্র করেন। এর আগে  রোববার অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় নিয়াজ ফিলিপাইনের আন্তর্জাতিক মাস্টার নলটে রোলেনডোর কাছে হেরে যান।
  
প্রাইম ব্যাংক দাবায় জিয়া শীর্ষে
প্রাইম ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এবং লিওনাইন চেস ক্লাবের আয়োজনে প্রাইম ব্যাংক ১৬তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার সপ্তম রাউন্ডের খেলায় বাংলাদেশ আনসারের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান দুরন্ত রাজশাহীর গ্র্যান্ড মাস্টার আব্দুল্লাহ আল রাকিবকে পরাজিত করেন। জিয়া সাত খেলায় সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ছয় পয়েন্ট নিয়ে একসেস গ্র“পের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, সুলতানা কামাল পাঠাগারের দেলোয়ার হোসেন ও ফায়ার-সার্ভিসের মোঃ শরীফ হোসেন দ্বিতীয় স্থানে রয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেনঃ রাকিব, আনসারের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, একসেস গ্র“পের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, বিমানের মাহতাবউদ্দিন আহমেদ রবীন ও ফিদে মাস্টার রেজাউল হক এবং শামসুল কবীর চৌধুরী। সপ্তম রাউন্ডের খেলায় শাকিল মাসুম হোসেনকে, দেলোয়ার ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, শরীফ সোহেল চৌধুরীকে, পরাগ ফিরোজ আহমেদকে, রেজা জহিরুল ইসলামকে, শামসুল ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদকে পরাজিত করেন। আমিন রবীনের সাথে এবং আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ সাগর ইকরামুল হক সিয়ামের সাথে ড্র করেন। 

ডিনিউজবিডি/সোহেল

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়