Sunday, June 23

সরিষাবাড়ীতে আ’লীগ-বিএনপি সংঘর্ষ : আহত ৪

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে রোববার সকালে আরামনগর বাজার এলাকায় স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ৪ জন ট্রাক শ্রমিক আহত হয়। এ সময় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের নিয়ন্ত্রণ অফিস ও বিএনপি সমর্থিত ব্যবসায়ীর ২টি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ ও বিএনপি পরস্পরকে দায়ী করেছে।
জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন নিয়ন্ত্রণ অফিসের সভাপতি আব্দুল হালিম জানান, ‘সকাল ১১টার দিকে ইট-বালু ব্যবসায়ী ছামিউলের নেতৃত্বে ৪০-৫০ জনের একটি গ্র“প বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও ট্রাক চালক শ্রমিক ইউনিয়নের অফিসে হামলা চালিয়ে চেয়ার-টেবিল, টিভি ভাঙ্চুর ও লুট করে নিয়ে যায়। এছাড়া তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি লাঞ্ছিত ও ভাঙ্চুর করে।’ তিনি আরো জানান, ‘বিএনপির কিছু সন্ত্রাসী স্থানীয় কেএইচবি ফাইবার্সের কাছে মোটা অংকের চাঁদা দাবী করছিল। চাঁদা না দেওয়ায় তারা কেএইচবি ফাইবার্সের নির্মানাধীন কাজ বন্ধ করে দেয়।’ শ্রমিক নেতারা এ ঘটনার প্রতিবাদ জানালে তারা এ হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এ সময় আলম, ফারুক, জাহাঙ্গীর ও হাফিজুর নামের ৪ জন শ্রমিক আহত হয় বলে জানা গেছে।
এদিকে বিএনপি নেতা ছামিউল ইসলাম জানান, ‘বিএনপির কর্মসুচীতে যোগদানে বাধা দেওয়ায় সংঘর্ষের সুত্রপাত হয়েছে। শ্রমিক লীগ নেতারা হামলা চালিয়ে বিএনপি সমর্থিত ২টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙ্চুর ও ক্যাশবাক্স থেকে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়।’
সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ একেএম কামরুল আহসান জানান, ‘ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়