Wednesday, June 19

আমেরিকার সঙ্গে আলোচনা স্থগিত করে দিয়েছে আফগানিস্তান

ঢাকা : আফগানিস্তানে ২০১৪ সালের পরও মার্কিন সেনা মোতায়েন থাকবে কিনা- সে বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা স্থগিত করে দিয়েছে কাবুল।

তালেবানের সঙ্গে প্রস্তাবিত সংলাপকে কেন্দ্র করে এ আলোচনা ভেঙে গেছে বলে আফগান কর্মকর্তারা জানিয়েছেন।

প্রেসিডেন্ট হামিদ কারজাই’র মুখপাত্র আইমাল ফাইজি বুধবার কাবুলে একটি বার্তা সংস্থাকে জানিয়েছেন, “আফগান শান্তি আলোচনার ক্ষেত্রে মার্কিন সরকার মুখে যা বলেছে তার সঙ্গে তার কাজের অসঙ্গতি রয়েছে।“

তিনি বলেন, “প্রেসিডেন্ট (কারজাই) আজ সকালে দ্বিপক্ষীয় নিরাপত্তা চুক্তি সংক্রান্ত আলোচনা স্থগিত করে দিয়েছেন।“

আমেরিকার অনুমোদনসাপেক্ষে মঙ্গলবার আফগানিস্তানের তালেবান কাতারে আনুষ্ঠানিকভাবে একটি দপ্তর খোলে। এর নাম দেয়া হয় “ইসলামি আমিরাত আফগানিস্তান”। ১৯৯৬ সালে আফগানিস্তানে তালেবান শাসন প্রতিষ্ঠার পর থেকে ওই সরকারের পতনের আগ পর্যন্ত এটি ছিল দেশটির আনুষ্ঠানিক নাম।

আইমাল ফাইজি এ সম্পর্কে বলেছেন, “তালেবান দপ্তরের নামের ব্যাপারে প্রেসিডেন্ট সন্তুষ্ট নন। আমরা ‘ইসলামি আমিরাত আফগানিস্তান’- এর বিরোধী, কারণ, এই মুহূর্তে এ রকম কোনো কিছুর অস্তিত্ব নেই।“

মার্কিন সরকারের সঙ্গে আলোচনার জন্য কাতারে তালেবানের দপ্তর খোলার ঘটনাকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, এটি হবে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার ‘প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ’।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়