ঢাকা : জাতীয় পার্টি আর মহাজোটের সঙ্গে নেই বলে ঘোষণা দিয়েছেন দলের প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।
শনিবার বিকালে রাজধানীর বনানী রাজউক মাঠে ঢাকা জেলা ও পার্শ্ববর্তী ৫ জেলার এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুখ না দেখাদেখির সংস্কৃতি দুই দল চালু করেছে। আমি মহাজোটে থাকতে চাই না। আমরা মহাজোটে থাকতে চাই না।
গাজীপুর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচন আসছে। উনারা সমর্থনের কথা বলছেন। কত কথা হচ্ছে। এখন আমাদের মনে পড়ছে কেন? প্রয়োজন হয়েছে বলে?
গাজীপুর নির্বাচনে সমর্থন না করার ইঙ্গিত করে তিনি বলেন, আমরা একাই ছিলাম। একাই থাকব।
এ সময় উপস্থিত ছিলেন, রওশান এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ প্রমুখ।(ডিনিউজ)
শনিবার বিকালে রাজধানীর বনানী রাজউক মাঠে ঢাকা জেলা ও পার্শ্ববর্তী ৫ জেলার এক কর্মী সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুখ না দেখাদেখির সংস্কৃতি দুই দল চালু করেছে। আমি মহাজোটে থাকতে চাই না। আমরা মহাজোটে থাকতে চাই না।
গাজীপুর নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, গাজীপুর নির্বাচন আসছে। উনারা সমর্থনের কথা বলছেন। কত কথা হচ্ছে। এখন আমাদের মনে পড়ছে কেন? প্রয়োজন হয়েছে বলে?
গাজীপুর নির্বাচনে সমর্থন না করার ইঙ্গিত করে তিনি বলেন, আমরা একাই ছিলাম। একাই থাকব।
এ সময় উপস্থিত ছিলেন, রওশান এরশাদ, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর আহমেদ প্রমুখ।(ডিনিউজ)
খবর বিভাগঃ
বিশেষ খবর
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়