Sunday, June 16

বিশ্ব বাবা দিবসে এতিমদের পাশে ফেসবুক কমিউনিটি

কলকাতা : বিশ্ব বাবা দিবসে ৪৪.৮৫ শতাংশ মহিলার ভোটে নির্বাচিত সেরা বাবা অভিনেতা শাহরুক খানকে পিছনে ফেলে সংবাদ শিরোনামে কলকাতার একটি ফেসবুক কমিউনিটি।

বিশ্ব বাবা দিবসে বাবারা যখন  ছেলেমেয়ের সাথে আনন্দঘন মুহুর্তের ছবি আপলোড করছে ফেসবুকে। সার্চ ইঞ্জিন খুঁজে চলেছে বিশ্ব সেরা বাবাকে। তখন এখনও খুঁজি কলেজ ক্যান্টিন নামের একটি ফেসবুক কমিউনিটি এতিম ছেলেমেয়েদের সাথে সময় কাটিয়ে এক অন্য ইতহাস সৃষ্টি করলো।
ফেসবুক মানে নিজের ঘরে অফিসে বসে সারাক্ষন বন্ধুত্ব করা।দূরদূরান্তরের থেকেও মুখোমুখি।এই ব্যবধান অনেক আগেই ঘুচিয়ে কমিউনিটির সদস্যরা মাসে একবার একসাথে সময় কাটাচ্ছেন।খুঁজি কলেজ ক্যান্টিনের ফেসবুক সদস্য দীলিপ দাম বলেন,আসলে আড্ডা জমে কলেজ ক্যান্টিনে।সেই থেকেই ভাবনা।ফেসবুকে কমিউটি তৈরি।আস্তে আস্তে বাড়লো সদস্য সংখ্যা।এরপর একদিন সকলে মিলে হইহুল্লোড়ের সিদ্ধান্ত নেই।সেই শুরু পথ চলা।চলতে চলতে বিশ্ব বাবা দিবসে এতিমদের কাছে।এ এক আলাদা অনুভূতি।

রোববার সকালে কলকাতা এবং বিভিন্ন জেলা থেকে আগত ফেসবুক কমিউনিটির সদস্যরা কলকাতা উত্তর শহরতলি হৃদয়পূরের একটি এতিম আশ্রমের ৬৫ জন ছেলে মেয়েদের নিয়ে গান বাজনা,ছবি আঁকা,নৃত্য আর খাওয়াদাওয়ার মধ্যে সময় কাটান।শুধু তাই নয় ছোট ছোট ছেলেমেয়েদের পুতুল,বই এবং খেলনা উপহার দেন কমিউনিটির সদস্যরা।

যদিও শনিবার ভারতের একটি ম্যাট্রিমোনিয়াল সাইটে ১১,০০০ জন মহিলার পক্ষে ভোট পেয়ে অমিতাভ বচ্চনকে পিছনে ফেলে সেরা বাবার তকমা ছিনিয়ে নিয়েছেন শাহরুখ ।শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪.৮৩ শতাংশ ভোট, অমিতাভের ঝুলিতে গিয়েছে ৩১.৫৮ শতাংশ। ১৮.৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন সচিন তেন্ডুলকর। বাবা-মেয়ে সম্পর্কের শীর্ষে রয়েছেন অমিতাভ-শ্বেতা নন্দা জুটি। ৩৫.০৬ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান পেয়েছেন জিতেন্দ্র-একতা কপূর জুটি। তৃতীয় স্থানে রয়েছেন অনিল কপূর-সোনম কপূর জুটি। পেয়েছেন ২২.৪২ শতাংশ ভোট।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়