Monday, June 17

উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ
আজ সোমবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন-শৃঙ্খলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এমএ হাই জানান, অন্যান্য উপজেলার চেয়ে কানাইঘাট উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে অনেকটা ভাল রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রার জন্য পুলিশি টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর বক্তব্য রাখতে গিয়ে ৫নং বড়চতুল ইউপির চেয়ারম্যান মুবেশ্বির আলী বলেন, তাঁর ইউপিতে গরু চুরির উপদ্রব বেড়ে গেছে। এসব গরু চোরদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তিনি এলাকার চিহ্নিত একটি গরু চোর চক্রের তালিকা ও এ সময় সভাপতির হাতে তুলে দেন। এছাড়া সভায় বাল্য বিবাহরোধ, অবৈধ থাইল্যান্ডী খেলা বন্ধসহ জনসাধারণকে প্রতারণার হাত থেকে রা পেতে নিরীহ বন্যপ্রাণী “তক” ধরা ও বিক্রি করার উপর কঠোর নিষেধাজ্ঞা জারী করা হয়। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়। এদিকে উপজেলার ৩নং ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী সিলেট বিভাগের সফল ইউপি চেয়ারম্যান হিসেবে বিশেষ অবদানের জন্য “মাদার তেরেসা” পদকে ভূষিত হওয়ায় উপজেলা সমন্বয় সভার পক্ষ থেকে তাঁকে অভিনন্দন জানানো হয়। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়