Sunday, June 23

রাজাপুরে সংঘর্ষ ও থানা ভাংচুরের ঘটনায় মামলা

ঝালকাঠি: ঝালকাঠির রাজাপুরে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ-বিএনপি সংঘর্ষ ও রাজাপুর থানা ভাংচুরের ঘটনায় বিএনপির ১শত ৩০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে ৩ শতাধিক অজ্ঞাতনামাসহ চার শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। রাজাপুর থানা পুলিশ বাদী হয়ে রবিবার দুপুরে পৃথক দু’টি মামলা দায়ের করেন। গ্রেফতার আতঙ্কে বিএনপি নেতাকর্মীরা এলাকা ছেড়েছেন। 

থানা সুত্রে জানা গেছে, পুলিশের ওপর হামলা ও থানা ভাংচুরের ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন ও সন্ত্রাস বিরোধী আইনে পৃথক দুটি মামলা রেকর্ড করা হয়েছে। উপজেলা  যুবদলের সাবেক  সভাপতি মাসুম মোল্লাসহ শনিবারে গ্রেফতার হওয়া ১৯ জন এবংরাতে অভিযান চালিয়ে ২ জনসহ মোট ২১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ বলেন, পুলিশ শনিবার রাতে নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে অভিযান চালিয়েছে। গ্রেফতার আতঙ্কে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকা ছেড়ে অনেকে আত্মগোপনে রয়েছেন। এতে মোট ২১ জনকে আটক করেছে। ঝালকাঠি পুলিশ সুপার মজিদ আলী ও সহকারি সিনিয়র পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন রাজাপুর থানা পরিদর্শন করেছেন। 

রাজাপুর থানার ওসি আতাউর রহমান বলেন, ‘মামলার ব্যাপারে বিস্তারিত কোন তথ্য এখনই দেয়া সম্ভব নয়। তবে দুটি মামলা রেকর্ড করা হয়েছে এবং বিক্ষোভে অংশগ্রহণকারি কোন নেতাকর্মীই মামলা থেকে বাদ যাবেনা।’ প্রসঙ্গত, গত শনিবার বিকালে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্ববধায়ক সরকারের দাবিতে বিএনপির বিক্ষোভে পুলিশ বাধা দিলে উভয় পক্ষের দু-দফা সংঘর্ষে ৯ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা রাজাপুর থানা ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৪ রাউন্ড ফাকা গুলি ছোড়ে। পরে র‌্যাব ও অতিরিক্ত পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়