Sunday, June 23

যুদ্ধপরাধীদের রায় কার্যকর করার দাবীতে কানাইঘাটে ছাত্রলীগের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
 সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এডভোকেট আব্দুল খালিক জামায়াত শিবিরের সাম্প্রতিক কর্মকান্ডকে একাত্তরের নৃশংসতার সাথে তুলনা করে অবিলম্বে তাদের রাজনীতি নিষিদ্ধ এবং চিহ্নিত যোদ্ধাপরাধীদের বিচারের রায় সম্পন্ন করার মাধ্যমে মুক্তিযোদ্ধের চেতনা প্রতিষ্ঠিত এবং জামায়াত শিবিরের যে কোন ধরনের অরাজকতা প্রতিহত করতে ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার নেতৃত্বে কাজ করার আহ্বায়ন জানিয়েছেন। এডভোকেট আব্দুল খালিক গত শনিবার বিকেল ৩টায় স্থানীয় ডাক বাংলো প্রাঙ্গনে যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করার দাবীতে কানাইঘাট উপজেলা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। থানা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিনের পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল হেকিম শামীম, অষ্ট্রেলিয়া রকডেল শাখার যুবলীগের সভাপতি খালেদ হোসাইন। বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মামুন রশিদ রাজু, কানাইঘাট উপজেলা ছাত্রলীগ নেতা আজমল হোসেন, আখতার হোসেন, দেলোওয়ার হোসেন, কামরুল, সুমন, হাসান, রিজবী, দেলোওয়ার, রোমান, মাসুম আহমদ, শিহাব, সাহেদ, মাশেব, রুবেল প্রমুখ। 


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়