Sunday, June 16

মা-ছেলেসহ ৩ বাংলাদেশী ধরে নিয়ে গেছে বিএসএফ

ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কাশিপুর সীমান্তের ৯৪৪ নং আন্তর্জাতিক পিলার এলাকা থেকে রোববার দুপুরে ভারতের কুচবিহার ১২৪ বিএসএফ ব্যাটালিয়নের শিউটি-১ ক্যাম্পের বিএসএফ মা ছেলেসহ ৩বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে। ধৃত বাংলাদেশীরা হলেন ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের নওদাবশ গ্রামের ওবায়দুল হকের স্ত্রী পারভীন বেগম (২৮), তার শিশু পুত্র আরিফ (১২) ও একই গ্রামের এরশাদ আলীর ছেলে লিটু মিয়া (২১)। 
বিজিবি সূত্রে জানা যায়, ধৃত ৩ বাংলাদেশী দিল্লীর ইট ভাটায় শ্রমিকের কাজ করছিল। ১৬জুন রোববার দুপুরে তারা দেশে ফেরার জন্য কাশিপুর সীমান্তের ৯৪৪নং আন্তর্জাতিক পিলার সংলগ্ন এলাকায় এলে ভারতের কুচবিহার ১২৪ বিএসএফ ব্যাটালিয়নের শিউটি-১ ক্যাম্পের টহলরত বিএসএফ ওই সীমান্ত থেকে তাদের ধরে নিয়ে যায়। এ ব্যাপারে কুড়িগ্রাম ৪৫বিজিবি ব্যাটালিয়নের কাশিপুর কোম্পানি কমান্ডার সুবেদার রায় মোহন জানান, বিজিবির পক্ষ থেকে ধৃত বাংলাদেশীদের ফেরত পাওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়